হজম শক্তি বৃদ্ধির উপায় - হজম শক্তি বৃদ্ধির ট্যাবলেট

প্রিয় পাঠক বৃন্দ, আমরা অনেকেই হজম শক্তির সমস্যায় ভুগি। অর্থাৎ হজম শক্তি বৃদ্ধির উপায় কি এটা আমরা জানি না। অর্থাৎ কি কি খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, এবং কোন কোন খাদ্যগুলা খেলে হজম শক্তি হ্রাস পাবে। তো এই সকল বিষয়ে আজকে আলোচনা করব।
হজম শক্তি বৃদ্ধির উপায় - হজম শক্তি বৃদ্ধির ট্যাবলেট
হজম শক্তির বৃদ্ধির উপায় এর পাশাপাশি হজমের সমস্যা দূর করার কি কি উপায় রয়েছে, এবং লিভারের হজম শক্তি যদি কমে যায় তাহলে কি কি করা উচিত। এবং প্রাকৃতিকভাবে হজম শক্তি বৃদ্ধির উপায় কি। বিস্তারিত জানতে পুরো পোস্টটি করতে থাকুন।

ভূমিকা

হজম শক্তি এটি আসলে এমন একটি প্রক্রিয়া যেটি কিনা একটি মানুষের দৈনন্দিন খাদ্য খাবার পরে যেটি, মানুষের দেহের মধ্যে পুষ্টি সাধন করে এর একটি উত্তম প্রক্রিয়া। এখন কোন ব্যক্তির যদি খাবার খাওয়ার পরে সেই খাবারটা যদি হজম না হয় তাহলে তার পেটে তখন এসিডিটির সমস্যা হতে পারে। 

এবং এসিডিটির সমস্যার ফলে অনেক সময় গ্যাসের সৃষ্টি হয়। এবং সেই মানুষটি তখন অসুস্থ হয়ে পড়ে। সুতরাং আমাদের সকলেরই এমন কিছু খাবার খাওয়া উচিত নয় যে সকল খাবারগুলা খেলে আমাদের হজম শক্তি হ্রাস পাবে এবং হজম শক্তি কখনো বৃদ্ধি পাবে না, 

এই সমস্ত খাবারগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। বিশেষ করে আমরা অনেকেই বাজারে গিয়ে বিভিন্ন রকমের তেলে ভাজা জিনিস খেয়ে থাকি, তো এই তেলে ভাজা খাবারগুলো যখন খায় তখন সেগুলো আমাদের শক্তিকে কমিয়ে দেয় ।

হজমের সমস্যা দূর করার উপায়

আপনি কি হজমের সমস্যা দূর করার উপায় খুজতেছেন, কিংবা অনেক জায়গায় গিয়েছেন সেখানে হজম সমস্যার দূর করার কোন উপায় পাচ্ছেন না, যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে মনে করব আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে আপনাকে জানানো হবে, হজম সমস্যার সমাধান করার উপায় বা হজম শক্তি বৃদ্ধির না হওয়ার কারণ আমি কিভাবে হজমের সমস্যার সমাধান করবেন চলুন নিম্নে বিস্তারিত জেনে আসি।
  • হজম এর সমস্যার সমাধানের প্রধান একটি উপায় হল কাঁচা হলুদ সেবন করা। আপনি যদি এক টুকরো কাঁচা হলুদ সেবন করেন অর্থাৎ খান তাহলে নিমেষের মধ্যেই আপনি হজম সমস্যা সমাধান থেকে মুক্তি পাবেন।
  • হজমের সমস্যার সমাধানের আরেকটি উপায় হল ফুটন্ত গরম পানি অর্থাৎ উষ্ণ গরম পানি আপনি নিয়মিত যদি খান তাহলে এটি আপনার পেট ফাঁপা সহ, হজম সমস্যার সমাধান করবে।
  • হজম এর সমস্যার সমাধানের অন্যতম একটি উপায় হল জিরার গুড়ো, এটি যদি আপনি পানিতে গরম পানিতে মিশিয়ে খান তাহলে এটি আপনার পেটের চর্বি দূর করবে এর পাশাপাশি হজম শক্তি বাড়িয়ে তুলবে।
  • আপনি বাজার থেকে এমন এলাচ কিনবেন যে এলাচ অধিক বেশি ঝাঝালো। এটি যদি আপনি নিয়মিত খান তাহলে এটি আপনার হজম শক্তি বাড়িয়ে তুলবে।
  • এছাড়াও হজম সমস্যা সমাধানের অন্যতম একটু উপায় হলো আপেল। আপনি যদি এই নিয়মে অর্থাৎ আপেল সিদ্ধ করে আপেলে যে রস বের হবে এই রসটা যদি আপনি খান তাহলে এটি আপনার পেটের সকল বদহজম দূর করে দিবে।
  • আপনি যখন খাবার খেতে বসবেন খাবার খাওয়ার মধ্যে বেশি সময় বিরত রাখবেন না আপনি সমান তালে খেতে থাকবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি পরিমাণ মতো খাচ্ছেন।
  • বাসায় রান্নার সময় বলবেন যে পেঁপের পাতা রান্না করতে কারণ পেপের পাতা আপনার হজম সমস্যার সমাধানের অন্যতম একটি উপায়। আপনি যদি নিয়মিত পেপে পাতা সিদ্ধ করে খেতে থাকেন তাহলে অবশ্যই আপনি এর একটি উপকারিতা লাভ করবেন।
  • হজম এর সমস্যার সমাধানের অন্যতম আরেকটি উপায় হল আজ জাতীয় খাবার খাওয়া। আপনি যদি আপনার খাবারে তালিকায় আগযুক্ত খাবার রাখেন তাহলে এটি আপনার হজম শক্তিকে বাড়িয়ে তুলবে।

লিভারের হজম শক্তি কমে গেলে কি হবে

লিভারে যদি আপনার কোন সময় হজম শক্তি কমে যায় তাহলে আপনার কি কি সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে অনেকেই জানিনা। অর্থাৎ এটি হয় যখন আমাদের শরীরের মধ্যে এমন কিছু খাবার প্রবেশ করে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেমন প্রয়োজনীয় ভিটামিন এর ঘাটতি তৈরি করে এবং কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ফোলা ভাব সহ বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ সৃষ্টি করে। চলুন জেনে আসি লিভারের যদি হজম শক্তি কমে যায় তাহলে আপনার কি কি সমস্যা হবে।

কোষ্ঠকাঠিন্যঃ আপনার হজমের সমস্যা সৃষ্টি হয় মূলত পরিপাকতন্ত্রের খাবারের মাধ্যমে। কারণ এটি যদি ভালোভাবে হজম না হয় তাহলে তখন এটি কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হয় আর তখন আপনার অস্বস্তি অস্বস্তি ভাব হয়।
অপুষ্টিঃ যখন দেখবেন আপনার কোন কিছু খাইতে বসলেই কেমন যেন অরুচি ভাব চলে আসে। যখনই দেখবেন যে আপনার কোন কিছু খাইতে এ রকম অরুচি ভাব লাগতেছে, তখন মনে করবেন আপনার লিভারে হজম শক্তির সমস্যা হয়েছে।
পেটে ব্যথাঃ লিভারে যদি আপনার কোন সময় হজম শক্তি কমে যায় তাহলে আপনার খাদ্যে হজমে সমস্যা হবে এবং এই সময় আপনার পেট ফোলাফোলা ভাব হবে।
জন্ডিসঃ আপনার লিভার যদি সঠিকভাবে কাজ না করতে থাকে তাহলে এই সময়ের রক্তে বিল রুবিন তৈরি হওয়া সম্ভাবনা থাকে। আর যেটার কারণে কিনা আপনার ত্বক এবং শোকসহ সবকিছু হলুদ ভাব সৃষ্টি হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি জন্ডিস।
ডায়রিয়াঃ এছাড়াও যদি আপনার কখনো লিভারে হজম সমস্যা হয় তাহলে বুঝবেন খাবারের সময় বিভিন্ন রকমের পচা গন্ধ ঢেকর ওঠে। কারণ হজম সমস্যার কারণে অনেক সময় ডায়রিয়া হয়ে থাকে।
ওজন বৃদ্ধি হওয়াঃ আপনার শরীরে যখন কোন খাবার সঠিকভাবে হজম না হবে তখন তখন এটি আপনার অতিরিক্ত ক্যালরি হিসেবে চর্বি সঞ্চয় হয়। যার ফলে কিনা আপনার ওজন অধিক বেশি বৃদ্ধি পেয়ে যায়।
পিত্ত পাথরঃ আপনি যখন যদি কোন খাবার খান এবং সেটি যদি যকৃত পর্যন্ত যায় এবং সেটি যদি হজম না হয় তখন সেটি পিত্ত পাথরের গঠন সৃষ্টি করে ফেলে যার ফলে আপনার হজম শক্তি আরো কমে যায় এবং নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়।

হজম শক্তি বৃদ্ধির ট্যাবলেট

কমবেশি আমরা সকলেই হজম শক্তি সমস্যার মধ্যে ভুগি। তো হজম শক্তি বৃদ্ধির উপায় কি এবং কি কি উপায়ে কোন ট্যাবলেট খেলে হজম শক্তি বৃদ্ধি হবে এটা সঠিক আমরা অনেকেই জানিনা। সুতরাং আজকে আপনাদের সামনে এমন কিছু ট্যাবলেট এর নাম বলব যেগুলা খেলে আপনারা হজম শক্তির বৃদ্ধি করতে পারবেন। এমনকি সকল ট্যাবলেট গুলা আপনারা বাজারে পেয়ে যাবেন। 

তবুও যখন আপনি কোন ট্যাবলেট কিনবেন সেই হোক হজম শক্তির কিংবা জ্বরের কিংবা সর্দির আপনি সবসময় ওষুধের প্যাকেটে গায়ে লেখা থাকবে মেয়াদ এটা দেখে আপনি কিনবেন। কারণ অনেক সময় মেয়াদ কিংবা ডেট পার হওয়া ওষুধ যদি আপনি খান তাহলে এর ফলে আপনার হজম শক্তি আরও হ্রাস পেতে পারে। সুতরাং চলুন জেনে আসি কয়েকটি ট্যাবলেটের নাম। এবং কোনটার দাম কত এটা সহ।
  • Bicozin ( Tablet ) = 90/-
  • Neuro ( Tablet ) = 240/-
  • Lysivin ( Tablet ) =120/-
  • I-vita ( Tablet ) = 10/-
  • Serobion ( Tablet ) =5/-
  • B126 ( Tablet ) =8/-
  • Neucos-B ( Tablet ) =11/-
  • TPC ( Tablet ) =8/-
  • Neural gin ( Tablet ) =5/-
আশা করি এই সকল ট্যাবলেট গুলো যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের হজম শক্তি আগের চাইতে বৃদ্ধি পাবে। তবে একটা কথা মনে রাখবেন যে এই ঔষধ গুলার দাম কিছু কিছু সময় ওঠানামা করে। এজন্য সঠিক দাম জেনে আপনারা এই ওষুধগুলো ক্রয় করে কিনে সেবন করবেন।

হজম শক্তি কমে গেলে কি কি সমস্যা হয়

হজম শক্তি যদি কোন সময় কমে যায় তাহলে আপনার কি কি সমস্যা হবে এবং কি কি সমস্যা হলে বুঝবেন যে আপনার হজম শক্তি আগের চাইতে অনেক বেশি কমে গিয়েছে। আমরা অনেকেই এই বিষয়টা জানি না যে হজম শক্তি কমে গেলে কি কি সমস্যা দেখা দেয়। 

তো চলুন আজকে আপনাদের জন্য এটাই নিয়ে আসছি হজম শক্তি যদি কমে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন কি কি সমস্যা হলে বুঝবেন যে আপনার হজম শক্তি দিন দিন কমে যাচ্ছে। চলুন নিম্নে জেনে আসি।
  • ঘন ঘন খুব বেশি বুক জ্বালাপোড়া করা।
  • আপনার পেট ভার ভার বোধ হওয়া, এবং সঠিকভাবে খাবার খেতে না পারা।
  • পেট ব্যথা করা।
  • খাবার খাওয়ার পরে, তখন মনে হয় যে আমার পেট ফেটে গেছে।
  • ঘন ঘন আপনার বদহজম হওয়া এবং খুব বেশি বেশি বমি হওয়া।
  • ক্রনিক ডায়রিয়া দেখা দেওয়া।
  • সময় নেই সব সময় অধিক বেশি খিদে পাওয়া এবং যখন খাইতে বসা যায় তখন অল্প কিছু খাওয়া এবং খাবার একটি অনিয়মিত অভ্যাস তৈরি হওয়া।
  • বাহিরের খাবারের প্রতি অধিক বেশি রুচি হওয়া।
  • বাড়ির খাবারের প্রতি রুচি হারিয়ে যাওয়া।
  • খুব বেশি কোষ্ঠকাঠিন্য হওয়া
আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার হজম শক্তি কোন সময় কমে যায় তাহলে যদি বোঝেন যে আপনার এই সকল সমস্যাগুলো হচ্ছে তাহলে আপনি, কনফার্ম হয়ে যাবেন যে আপনার হজম শক্তি দিন দিন ধরে কমে যাচ্ছে।

প্রাকৃতিক ভাবে হজম শক্তি বৃদ্ধির উপায়

আমাদের কম বেশি সকলেই বদ হজম সমস্যার সাথে পরিচিত। সুতরাং হজম শক্তি বৃদ্ধির উপায় কি ? প্রাকৃতিকভাবে হজম শক্তি বৃদ্ধির উপায় কি কি রয়েছে। কি কি উপায়ে আপনি আপনার হজম শক্তি বৃদ্ধি করে তুলবেন। চলুন নিম্ন জেনে আসি কি কি সেই টিপস। যেগুলা করলে আপনি আপনার হজম শক্তি বৃদ্ধি করতে পারবেন।
  • প্রচুর পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন।
  • যদি পারেন প্রত্যেকদিন খাবারের সময় অন্তত আঁশযুক্ত খাবার গ্রহণ করার চেষ্টা করবেন।
  • প্রত্যেকদিনের খাদ্য তালিকায় আপনি ফ্যাট যুক্ত খাদ্য স্বাস্থ্যকর যেগুলো রয়েছে সেগুলা যুক্ত করে নিন।
  • আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খান অর্থাৎ মাইন্ড ফুল খাওয়ার চেষ্টা করুন।
  • প্রত্যেকদিন খাবারের সময় এবং খাবারের পরে অধিক বেশি পানি পান করার অভ্যাস করুন।
  • প্রত্যেকদিন খাদ্য খাওয়ার পাশাপাশি ব্যায়াম করা শুরু করে দিন। কারণ এটি আপনার হজম শক্তি বাড়াতে অধিক বেশি সহায়তা করবে।
  • আপনার দেহে কতটুকু খাবার লাগবে এই অনুযায়ী আপনি প্রত্যেকদিন খাবার খান এর বেশিও খাবেন না কম খাবেন না। অর্থাৎ আপনার পরিশ্রম অনুযায়ী আপনি খাবার খাওয়ার চেষ্টা করবেন।
  • অনিয়মিত রুটিন করে খাবার অভ্যাস ত্যাগ করুন। সময়সূচী মেইনটেইন করে খাবার খাওয়ার চেষ্টা করুন।
  • আপনার প্রত্যেক দিনের তালিকায় যে সমস্ত তেলে ভাজা খাবার, বা বাজারজাত খাবার যেগুলা রয়েছে এ সকল খাবার গুলা ত্যাগ করতে থাকুন।
  • প্রত্যেকদিন রাতে খাবার দেরি করে খাওয়া থেকে বিরত থাকুন এবং রাতের খাবার অন্তত দেরি না করে দ্রুত খাওয়ার চেষ্টা করতে থাকুন।
  • তা প্রত্যেকদিন না খেয়ে মাঝেমধ্যে দুই এক দিন করে খাবেন এর বেশি খাবেন না।
  • হজম শক্তি বৃদ্ধির অন্যতম একটি চিকিৎসা হলো আপনাকে বেঁচে থাকতে হবে । অর্থাৎ মানসিক চাপ বেশি নেওয়ার চেষ্টা করবেন না।
আশা করি এই সমস্ত রুটিন মেন্টেন করলে আপনি অবশ্যই আপনার হজম শক্তি বৃদ্ধির করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন।

সর্বশেষ পরামর্শ

প্রিয় পাঠক বৃন্দ আশা করি বুঝতে পেরেছেন, কি কি উপায়ে আপনি আপনার হজম শক্তি বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ হজম শক্তি বৃদ্ধির উপায় কি কি এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আসলে আমরা সকলেই চাই সুস্থ জীবন যাপন গড়তে। সুতরাং সুস্থ জীবন যাপন যদি আমরা চাই সে ক্ষেত্রে আমাদেরই সেটা সঠিক নিয়মে মানতে হবে। 

তাহলে কিনা আমরা সঠিক জীবন যাপন সুস্থ জীবন যাপন করতে পারবো। যে যে নিয়মে খাবার খাওয়ার কথা বলা হলো, সেই নিয়মেই খাবার খাবেন। আশা করি আপনার বদহজম হওয়ার সুযোগ থাকবে না। সুতরাং আমাদের পোস্টটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url